শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন
জুলফিকার আমিন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ও সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডাঃ রুস্তুম আলী ফরাজীর বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়। এসময় লিখিত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ডাঃ রুস্তুম আলী ফরাজী উপজেলা পরিষদের সার্বিক উন্নয়ন কাজের ক্ষমতার অপব্যবহার করে সব সময় বিরোধীতা করে আসছেন। তারই ধারাবাহিকতায় চলমান এডিবির উন্নয়ন খাতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রকৌশলী, হিসাব রক্ষন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হুমকি ও চাঁপ সৃষ্টি করলে সংশ্লিষ্টরা সকল ঠিকাদারদের বিল স্থগিত করেন এবং এডিপি উন্নয়নের ৬০ লাখ টাকা ফেরৎ পাঠান।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাতসহ উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান গণ। এর আগে ওই দিনই বিকেলে মঠবাড়িয়া পৌর শহরে সাংসদ ডাঃ রুস্তুম আলী ফরাজীর বিরুদ্ধে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল বের করে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।