শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
সিরাজগঞ্জ সদরে কোরবানী পশুর হাটে সংবাদ সংগ্রহের জন্য গেলে হাটের ইজারাদারদের মারপিটে ২ গণমাধ্যমকর্মী আহত হয়েছেন।
এরা হলেন ডিবিসি নিউজের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান ও চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন আশরাফুল ইসলাম।
মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার শালুয়াভিটা হাটে এ ঘটনা ঘটে। এ সময় তাদের ক্যামেরা ও মোবাইল ভাংচুর করা হয়।
হামলার শিকার ডিবিসি’র জেলা প্রতিনিধি রিফাত রহমান জানান, কোরবানির পশুর হাটের স্বাস্থ্য বিধি সংক্রান্ত প্রতিবেদন করার জন্য আমি ও চ্যানেল আইয়ের ক্যামেরা পার্সন আশরাফুল শালুয়াভিটা হাটে যাই। ক্যামেরায় ভিডিও ধারণ করার সময় প্রায় ১৫/১৬ জন লোক এসে ঘিরে ধরে। তারা জোরপূর্বক ক্যামেরা পার্সনসহ আমাকে টেনে হিঁচড়ে হাট কমিটির অফিস ঘরে নিয়ে যায় এবং সেখানে আটকে রেখে বেদম মারপিট করে। এক পর্যায়ে আমাদের কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ভাংচুর করে তারা। মারপিট ও হেনস্তার পর প্রাণনাশের হুমকি দিয়ে আমাদের অফিস থেকে বের করে দেয়। এ বিষয়ে সদর থানায় লিখিত অভিযোগ করেছি।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানাচ্ছি।
সদর থানার ওসি হাফিজুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। যেই জড়িত থাকুক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।