শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় রাজাকার পুত্রকে উপজেলা জাতীয় পার্টি’র (জেপি) সদস্য সচিব করায় ওই উপজেলার সংগঠনের ৮ যুগ্ম আহ্বায়ক পদত্যাগ করেছেন। কমিটি গঠনের একদিন পরেই কমিটিতে রাজাকার পুত্রকে সদস্য সচিব করার অভিযোগ এনে ওই কমিটির ৮জন যুগ্ম আহবায়ক পদত্যাগ করেন। বুধবার (২জুলাই) বিকেলে ভান্ডারিয়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করে এ পদত্যাগের
ঘোষনা দেন। পদত্যাগ করা যুগ্ম আহ্বায়করা হলেন, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, গৌরিপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধূরী, জেলা পরিষদ সদস্য আঃ হাই হাওলাদার, মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, খালেকুজ্জামান নিপু, শাহ আলম, নজরুল ইসলাম বাচ্চু । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেপির উপজেলা যুগ্ম আহবায়ক মশিউর রহমান মৃধা, সাবেক সদস্য সচিব ছিদ্দিকুর রহমান টুলু। বক্তব্যে তারা বলেন চিহ্নিত রাজাকার পুত্র ড্যাব নেতা পিরোজপুর-২ আসনের বিএনপি থেকে মনোয়ন প্রত্যাশী ডা.
রফিকুল ইসলাম লাভলু এর ছোট ভাই অপর বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদারকে বর্তমান কমিটিতে সদস্য সচিব করায় আমরা নব গঠিত কমিটি হতে আমরা একযোগে পদত্যাগ করে অনতি বিলম্বে নতুন কমিটি গঠনের দাবী জানান। এ বিষয়ে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেন, আাগামী ১৫ জুলাই
আমি ভান্ডারিয়ায় যাচ্ছি । তখন আলোচনার মাধ্যমে এ সমস্যাম সমাধান করব। উল্লেখ্য,
ওই উপজেলা গত বুধবার (১জুলাই) জাতীয় পার্টি’র(জেপি) মো. মনিরুল হক মনির জমাদ্দারকে আহ্বায়ক ও আতিকুল ইসলাম উজ্জল তালুকদারকে সদস্য সচীব করে ২২ জনকে যুগ্ম আহ্বায়ক করে একটি কমিট গঠন করা হয়।
রাজাকার পুত্রকে সদস্য সচিব করায় ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি জেপিতে অসন্তোষ
রাজাকার পুত্রকে সদস্য সচিব করায় ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি জেপিতে অসন্তোষ, সাংবাদিক সম্মেলন করে ৮ যুগ্ম আহবায়কের পদত্যাগ।
Gepostet von Pirojpur Somoy am Donnerstag, 2. Juli 2020