শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইন্দুরকানিতে তুচ্ছ ঘটনায় কৃষককে ছুরিকাঘাত ভান্ডারিয়ায় পৌর বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল ভান্ডারিয়ায় জমিজমা ও বালুর ব্যবসা নিয়ে দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা ভান্ডারিয়ায় বিএনপির ইফতার মাহফিল ভান্ডারিয়ায় বাজার কমিটি এবং ব্যাবসায়ীদের করনীয় কর্মশালা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ ভান্ডারিয়ায় সংবাদ সম্মেলনে কোটি টাকার দোকান ও জমি দখলের অভিযোগ তৃতীয় শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ নিয়ে ধূম্রজাল, পরিবারের দাবি হত্যা পিরোজপুরে চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিসহ দুই জন গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ভান্ডারিয়ায় পালিয়ে বিয়ে করতে এসে প্রেমিকাকে নিয়ে পালালো বন্ধু! অপহরণ মামলায় দুই বন্ধু করাগারে ভান্ডারিয়ায় মানব সেবা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ন্যায্য মূল্যের দোকান প্রেমে ব্যার্থ হয়ে কিটনাশক পানে কিশোরের আত্মহত্যা ভান্ডারিয়ায় এক ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ভান্ডারিয়ায় পৌর জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ভান্ডারিয়ায় পুলিশের ওপেন হাউস-ডে অনুষ্ঠিত ভান্ডারিয়ায় ডাকাতিসহ হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড পালিয়ে গিয়ে বিয়ের ৩ মাস পর স্বামী ও শশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা; প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন নেছারাবাদে ছাত্রলীগ সমর্থক থেকে কলেজ ছাত্রদলের সভাপতি, কমিটি ঘোষনার একদিনের মধ্যেই বিলুপ্তি ঘোষণা কাউখালীতে নারীদের মধ্যে হিজাব ও কুরআন মাজিদ বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে অর্পিতা গুহ’র অপরাজিতা’স কালেকশন

ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে অর্পিতা গুহ’র অপরাজিতা’স কালেকশন

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

অর্পিতা গুহ, ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব পাইকপাড়ার এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। পিতা বাদল গুহ একজন সাংবাদিক। মা নন্দিতা গুহ সমাজ কর্মী। এক ভাই ও বোনের মধ্যে অর্পিতা ছোট।

ব্রাহ্মণবাড়িয়ার গভঃমডেল গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিকের গন্ডি পাড় হতেই পরিবার থেকে সিলেটে আরেক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে বিয়ে দিয়ে দেয় অর্পিতাকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগেই অর্পিতা জন্ম দেয় একটি ছেলে সন্তান। সেই সন্তান কোলে নিয়েই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় সে। এরই মাঝে আরও এক কন্যা সন্তানের মা হয় অর্পিতা। তারপরও থেমে থাকেননি, একে একে সিলেট এমসি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস, সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে এমবিএ (মানব সম্পদ ব্যবস্থাপনা), বিএড সম্পন্ন করেন।

এমবিএ’তে পড়ার সময় ২০১২সালে দেশের স্বনামধন্য মডেল ও ডিজাইনার বিবি রাসেলের একটি টকশো দেখে কাপড়ে ডিজাইন তৈরি করতে আগ্রহ জাগে তার। ২০১৩সালে অর্পিতা সিলেটের একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। তারপরও বিবি রাসেলের অনুপ্রেরণা পাওয়া বিভিন্ন জামা-কাপড়ের ডিজাইন তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। এরপর বিভিন্ন ডিজাইনে জামা তৈরি করে নিজে ও পরিবার-পরিজনকে ব্যবহার করতে দিতেন। তখন তার ডিজাইন ও কাপড় অনেকেরই প্রশংসা কুড়িয়েছিল। তাদের প্রশংসায় উৎসাহ পেয়ে গজ কাপড় কিনে টাই-ডাই তৈরি করতো ঘরে বসেই। সেই টাই-ডাই পরিচিত মানুষেরা ছো মেরে কিনে নিয়ে যেত। এরপর থেকে শিক্ষকতার পাশাপাশি শুরু করেন নিজের ডিজাইন করা কাপড়ের ব্যবসা।

শুরু করেন তার মেয়ে অপরাজিতার নামের সাথে মিল রেখে ”অপরাজিতা’স কালেকশন” নামে ফেসবুক পেইজে অনলাইন বিক্রয় কেন্দ্র। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বিভিন্ন জায়গা থেকে এসব কাপড়ের অর্ডার আসতে শুরু করে। ব্যাপক সারা পাচ্ছেন ”অপরাজিতা’স কালেকশন”। তার ডিজাইন করা কাপড়ের মধ্যে রয়েছে দেশি তাঁত, মনিপুরী শাড়ি-গামছা, চাদর, পঞ্চগড়ের হ্যান্ডলুম জামা, সিরাজগঞ্জের হাফ সিল্ক ও রাজশাহীর সিল্ক। এগুলোর মধ্যে কিছু সংশ্লিষ্টদের ডিজাইন করে পাঠিয়ে দিলে তারা সরবরাহ করেন। এছাড়াও সিলেটে নিজের বাসায় গড়ে তুলেছেন ছোট পরিসরে একটি কারখানা। যেখানে ৫জন শ্রমিক কাজ করেন। চাহিদা বেশি থাকলে অতিরিক্ত শ্রমিক যুক্ত করা হয়।

নিজের ডিজাইন করা কাপড়ের পাশাপাশি অপরাজিতা’স কালেকশনে যুক্ত করেন বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করা নারীদের নানান রকমের গহনা। যুক্ত করেন নারীদের নানান রকমের প্রসাধনী বিক্রি। এই করোনাভাইরাসের মহামারীতেও থেমে নেই অপরাজিতা’স কালেকশনের কাজ। সিলেট শহরে রিকশায় চড়ে কাপড় ডেলিভারি দিয়ে চলেছেন তার সহকর্মীরা। এছাড়া তো কুরিয়ারের অনলাইনে অর্ডার ডেলিভারিও থেমে নেই।

শুধু সিলেটেই নয়, অর্পিতা তার জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ায়ও এই কার্যক্রম চালু রেখেছেন। জেলা শহরের পূর্ব পাইকপাড়ায় আনন্দ নিকেতনে এই কার্যক্রম চলছে। সেখান থেকেও অর্ডার করা কাপড় সরবরাহ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana
error: Content is protected !!