সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন
ফেনী প্রতিনিধি
মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাস (কোভিড -১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফেনীর সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাইহে রাজিউন)
ঢাকার আসগর আলী হাসপাতালে ৭ই জুলাই মঙ্গলবার বিকাল ৫টা ৪০ মিনিটে তিনি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ফেনী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শরফুদ্দিন মাহমুদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রবিবার ১৪ জুন করোনায় শ্বাসকষ্ট অনুভব হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাইফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৯ জুন) পরিবারের ইচ্ছায় ও আরও উচ্চ প্রবাহের অক্সিজেন সেবা চালু না হওয়ায় সিভিল সার্জনকে ঢাকায় প্রেরণ করা হয়।
গত ১২ জুন শুক্রবার নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে প্রেরিত প্রতিবেদনে তার পজেটিভ শনাক্ত হয়। সেদিন থেকেই তিনি সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম লেমুয়া গ্রামের বাড়িতে আইসোলেশনে ছিলেন।
করোনায় সম্মুখ যোদ্ধা ফেনীর সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেনের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন- সোনাগাজী প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সভাপতি গাজী মোহাম্মদ হানিফ ও সাধারণ সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন। সোনাগাজী প্রেসক্লাব সভাপতি গাজী মোহাম্মদ হানিফ জানান- ফেনীর সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেনের মৃত্যুতে শুধু ফেনীবাসীর নয়, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার অনেক বড় ক্ষতি হয়ে গেলো, জাতি একজন মেধাবী চিকিৎসককে হারালো।