সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা সহায়তা প্রকল্প থেকে সরাইলের ৩৬ জন রোগী পেলেন চিকিৎসা সহায়তা।
বুধবার সকালে সরাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তার দফতরে এক অনুষ্ঠানের মাধ্যমে রোগীদের হাতে চিকিৎসাসেবার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর।
সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা যায়, সরকারের এ প্রকল্পের আওতায় সমাজ কল্যাণ মন্ত্রণালয় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড্, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে আর্থিক সহায়তা করে আসছে। তারই ধারাবাহিকতায় সরাইলে এ বছর ৩৬ জন রোগীর প্রত্যেকে ৫০ হাজার করে মোট ১৮ লাখ টাকা সহায়তা পেয়েছেন। সহায়তার চেক হাতে পেয়ে রোগী ও তাদের স্বজনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংরক্ষিত আসনের (৩১২) মহিলা এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নির্বাহী কর্মকর্তা এএসএম মোসা, সমাজসেবা কর্মকর্তা আবু নাইম মৃধাসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সরকারের এ পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।