দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক মহাসড়কে চিরিরবন্দর উপজেলার হাজির মোড় এলাকার পেট্রোল পাম্পের পশ্চিম পাশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নরেশ চন্দ্র রায় (৬০) নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ই জুলাই) দুপুর দেড় ঘটিকায়। নিহত নরেশ চন্দ্র পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের চাকলাপাড়ার মৃত ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, মৃত নরেশ চন্দ্র রায় দিনাজপুর থেকে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন নরেশ চন্দ্র। এছাড়াও গুরুতর আহত হওয়া মোটরসাইকেল আরোহী তিনজনকে উদ্ধার করে চিরিরবন্দর ফায়ার সার্ভিসের একটি টিম এবং দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তাদের চিকিৎসার অবনতি হলে দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান উপজেলার একটি সেচ্ছাসেবী সংগঠন “পাশে দাঁড়াও” এর কর্মীরা।
দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার।