রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন
কাউখালীতে পূর্ব শত্রুতার জেড় ধরে এক কিশোরকে হত্যার চেষ্টা করা হয়। জানা গেছে যে, উপজেলার দাসেরকাঠী গ্রামের জাহাঙ্গীর হোসেন খান এর ছেলে হাফিজুর রহমান (১৪) গত শুক্রবার কাউখালী থেকে বাড়ি ফেরার পথে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একই গ্রামের মোনায়েম খানের ছেলে মামুন খান সহ ৩/৪জন দূর্বৃত্ত পিছন থেকে তাকে ধরে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এসময় তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে কাউখালী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।