সুমন খান,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরে ৫০ পিচ ইয়াবা সমেত মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মাদক ব্যাবসায়ী ডিবির অভিযানে আটক।
পুলিশ সুপার পিরোজপুর জনাব হায়াতুল ইসলাম খান স্যারের নির্দেশে সাহসী অফিসার সহ গোপন সংবাদ ভিত্তিতে বিশেষ অভিযানে । এবং সংগিও এএসআই ওলিউল্লাহ,কং/মোস্তাফিজ,মনির,ও রিয়াজ সহ পিরোজপুর সদর থানাধীন চর লখাকাটি সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে ইটের রাস্তার উপরে অভিযান চালাইয়া ইয়াবাসহ ক্রয় বিক্রয়ের সময় একজনকে আটক করা হয় । মোঃমাসুদ (৩৫) পিং আঃমান্নান সাং মরিচাল থানা ও জেলা পিরোজপুরকে (পূর্বের মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি) ৫০ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানায় সোর্পদ্দ করে মাদক আইনে মামলা দায়ের করা হইয়াছে