ফার্মহাউজের গাছগাছালিতে ভরা বাগানে কাদামাটি অবস্থায় বসে আছেন। মুখে পরিশ্রমের ছাপ। এমনই একটি ছবি শেয়ার করেছেন সালমান। এই ছবিটি পোস্ট করে কৃষকদের সম্মান জানিয়েছেন তিনি।
এই ছবি পোস্ট করার পরেই নেটিজেনদের থেকে আসতে থাকে একের পরে এক তির্যক মন্তব্য। একজন লেখেন, আপনি সারা মুখে কাদা মেখেছেন। কিন্তু পায়ে ভালো করে কাদা মাখতে ভুলে গিয়েছেন। এত ওভার অ্যাক্টিং করবেন না।
ছবিতে দেখা যাচ্ছে সারা গায় কাদা থাকলেও, সালমানের হাতের তালু একদম পরিষ্কার। চাষ করলে সবচেয়ে বেশি কাদা হাতের তালুতেই লাগার কথা। নেটিজেনদের চোখ এড়ায়নি বিষয়টি। একজন লিখেছেন, ভাই হাতেও তো কিছুটা কাদা মেখে নিতে পারতেন।
অনেকে আবার কৃষকদের প্রতি ভুয়া সম্মান বলেও দাবি করেছেন। সালমান এই মুহূর্তে পানভেলের ফার্ম হাউজে রয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, ইউলিয়া ভান্তু সহ আরও কয়েকজন তারকা। সালমানের হাতে এই মুহূর্তে যে ছবিটি রয়েছে সেটি হল প্রভু দেবার ‘রাধে’। এই ছবিতে তার বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকে।