শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
মোঃসামসুল ইসলাম আমিরুল,নিজস্ব প্রতিবেদক
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বন বিভাগের উদ্দ্যেগে বিনামূল্যে গাছের চারা রোপন কর্মসূচির উদ্ভোধন হয়েছে।
এ উপলক্ষে ভা-ারিয়া পৌরসভা সহ উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপষনালয় ও অন্যান্য প্রতিষ্ঠানের আঙ্গিনায় ২০৩২৫ টি বিভিন্ন প্রকারের ফলদ,ভেষজ ও বনজ গাছের চারা রোপন করা হবে।
গতকাল বৃহাস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম উপজেলা পরিষদের পুকুরপাড়ে ফলদ গাছের চারা রোপনের মাধ্যমে এ কর্মসূচির উদ্ভোধন করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফাইজুর রশীদ খশরু জোমাদ্দার, উপজেলা শহকারী কমিশনার ( ভূমি) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা মো. ইউসুফ আলী হাওলাদার, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. লুৎফুর রহমান, আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক এহসাম হাওলাদার প্রমুখ।