শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
পিরাজপুরের মঠবাড়িয়ায় সু-চতুর স্ত্রী মুকুল বেগম কৌশলে স্বামীর কাছ থেকে সন্তানদের নামে সম্পত্তি লিখে নিয়ে ওই স্বামীর প্রতি অমানুষিক নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। পৌর শহরের ১নং ওয়ার্ড বহেরাতলা এলাকার খান বাড়িতে লোমহর্ষ ঘটনা ঘটে।
ভূক্তভোগী ওই গ্রামের মৃত. আঃ করিম খানের ছেলে মোঃ শাহ. আমীন খান (৬৫) জানান, তার স্ত্রী মুকুল বেগম গত আট বছর আগে কৌশলে তার সকল সম্পত্তি দুই ছেলে ও এক মেয়ের নামে লিখে নেয়। এ ঘটনার পর থেকে শাহ. আমীন খান এর ওপর পরিবারের সকল সদস্যরা বিভিন্ন ভাবে নির্যাতন চালিয়ে আসছে। এর সাথে ভাড়াটিয়া হিসেবে যোগ হয়েছে তার বড় ছেলে সাইফুল আমীন মিঠুর বন্ধু রাসেল।
শাহ. আমীন খান ক্রন্দনস্বরে আরও জানান, শনিবার সকালে রাসেল ও তার স্ত্রী-সন্তানরা তাকে (শাহ. আমীন খান) বাড়ি থেকে তাড়িয়ে দেযার চেষ্টা করে। এসময় তিনি প্রতিবাদ করলে তাকে লোহার বালতি দিয়ে মাথায় আঘাত করে। এত তার কপালের ডান পাশ কেঁটে ফেটে গিয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে চিকিৎসা দেয়া হয়। রাসেল আমার প্রবাসি ছেলেকে ভুল বুঝিয়ে বিদেশ থেকে পাঠানো টাকা কৌশলে আত্মসাৎ করছে।
এব্যপারে সরেজমিনে গিয়েও মুকুল বেগম ও রাসেলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, লিখিত অবিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।