সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৩২ অপরাহ্ন
কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৮ বছরের যুবতী। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই চিকিৎসকের লালসার শিকার হলেন তিনি। ডিউটিতে না থাকা এক চিকিৎসক মঙ্গলবার রাতে দু’বার ধর্ষণের চেষ্টা করেন ওই যুবতীকে। তাঁর অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসককে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ের দীন দয়াল হাসপাতালে।জানা গিয়েছে, ওই যুবতীর বাড়ি আলিগড়ে। তিনি দিল্লিতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। সোমবার কোভিডের লক্ষণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।
পুলিশে করা অভিযোগে ওই যুবতী জানিয়েছেন, মঙ্গলবার রাতে ওয়ার্ডে এসে পরীক্ষা করার নামে তাঁর গোপনাঙ্গে বার বার হাত দেন। ফের ভোরের দিকে এসে একই কাজ করেন। হাসপাতালের ওয়ার্ডের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা যায়, অভিযুক্ত ওই চিকিৎসক পিপিই কিট, গ্লাভস না পরেই ওই ওয়ার্ডে গিয়েছিলেন।