সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৪ পূর্বাহ্ন
রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার তিনজনের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করা হয়। তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মঈনুল ইসলাম অস্ত্র মামলায় সাত দিন ও বিস্ফোরক আইন মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও মোশাররফ।
গতকাল বুধবার সকালে রাজধানীর মিরপুরে পল্লবী থানায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। জব্দ করা একটি ওজন মাপার যন্ত্রের ভেতরে রাখা বোমার বিস্ফোরণে চার পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়।
গত মঙ্গলবার রাতে পল্লবীর কালশী কবরস্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, চারটি গুলি, তিনটি ককটেল ও একটি ডিজিটাল ওয়েট মেশিনের মতো ডিভাইস উদ্ধার করা হয়।