সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন
বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত মানি চেঞ্জিং প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে আর বাংলাদেশ ব্যাংকে দৈনন্দিন লেনদেন বিবরণীর হার্ডকপি পাঠাতে হবে না। অনলাইন রিপোর্টিংই যথেষ্ট।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।
সার্কুলারে বলা হয়, বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার এবং সকল মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে আর দৈনন্দিন ক্রয়-বিক্রয়ের তথ্য তথ্যের হার্ডকপি কেন্দ্রীয় ব্যাংকে পাঠাতে হবে না। আগে থেকেই তারা অনলাইন রিপোর্টিং এর পাশাপাশি হার্ডকপি ও প্রেরণ করে আসছে। এ পর্যায়ে হার্ডকপি দাখিলের শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক।