শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
সুমন খান,বিশেষ প্রতিনিধি
ঢাকা সাংবাদিক ইউনিয়নের(ডিইউজে) দফতর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী সোহেল পিরোজপুর ঐতিহ্যবাহী স্বরূপকাঠি প্রেসক্লাব পরিদর্শণ করেন।
জুলাই বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা তিনি স্বরূপকাঠি প্রেসক্লাব পরিদর্শণকালে সাংবাদিকদের সঙ্গে ঈদ-উল আজহার শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এসময় তিনি বলেন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনাবাংলা বিনির্মাণ করতে সাংবাদিকদেরও অগ্রণী ভূমিকা পালণ করতে হবে। তিনি এসময় স্বরূপকাঠি প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহায়তার আশ্বাস দেন। মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি প্রেসক্লাব সভাপতি শিশির কর্মকার , সাবেক সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহীন ,সহ-সভাপতি এ এন দেলোয়ার হোসেন, সুমন খান , এসএম সায়েম , হৃদয় বিক্রম, শরিফুল ইসলাম, আউয়াল হোসেন, সবুজ হাওলাদার, আবু জাফর রাসেল খান প্রমূখ।