সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৪ পূর্বাহ্ন
জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
করোনার সংক্রমণ প্রতিরোধে এমনিতেই বন্ধ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিক পারাপার। তার উপর এখন পবিত্র ঈদ-উল- আজহা উপলক্ষে টানা ছয় দিন বন্ধ থাকবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর।
সেই সাথে বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে,সরকারি ছুটির দিন ব্যতীত স্থলশুল্ক স্টেশন, বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
জানা যায়, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ৩০ জুলাই বৃহস্পতিবার থেকে ৪ আগস্ট মঙ্গলবার পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। ৫ আগস্ট বুধবার থেকে পুনরায় আমদানি-রফতানি চালু হবে। আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে ৩০ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বন্দর দিয়ে দুই দেশের মাঝে সব ধরণের বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট কর্মকর্তা মো. আবদুল হামিদ বলেন, ‘দুই দেশের বাণিজ্য বন্ধ থাকলেও আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতএবং বাংলাদেশের আটকে পড়া পাসপোর্টধারী যাত্রীগণ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার হতে পারবে।