শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক পরিবারের ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার ধানীসাফা ইউনিয়নের ধানীসাফা গ্রামের একটি বাড়ির ঘরের ভেতর থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন ধানীসাফা গ্রামের অটোচালক আয়নাল হক হাওলাদার (৩৫), তার স্ত্রী খুকুমনি বেগম (২৫) এবং তাদের তিন বছর বয়সী মেয়ে আসফিয়া ইসলাম (৩)। মঠবাড়িয়া থানার ওসি মাকসুদুজ্জামান মিলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে আছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানাব। মঠবাড়িয়া-ভান্ডারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাছান মোস্তফা স্বপন জানান, খবর পেয়ে ওই তিনজনের মরদেহ হাত বাঁধা ও ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতরাতের যেকোনো সময়ে তাদের বেঁধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ময়নাতদন্ত ও সুরাতহাল রিপোর্টের পর আরও ভালোভাবে বোঝা যাবে। তবে ঠিক কি কারণে এ হত্যাকাণ্ড তা এখন পর্যন্ত জানা যায়নি।
মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ভাংগাপোল নামক স্থানে তিন লাশ উদ্ধার
Gepostet von Pirojpur Somoy am Freitag, 31. Juli 2020