সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয়েছেন ৮ জন।
ঘটনাটি ঘটেছে পৌর সদরের ২ নং ওয়ার্ডের পশ্চিমপাড়া ওয়ালিশাহর মাজারের সাথের একটি দোকানে মোবাইল রিচার্জ করা নিয়ে। এ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে নারী সহ ৮জন আহত হয়েছে। সোমরার বিকেলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মামুন মিয়া (৪৫), মফিজ মিয়া(৫৪), মিন্টু মিয়া(৫৫), অপুর্ব (২২),মো. কাউছার মিয়া (৩৮), মো.জামাই আরিফ মিয়া (৩০) সহ দুজন নারী।
স্থানীয়রা জানান, পৌর এলাকার পশ্চিমপাড়ার ওয়ালিশাহর মাজারের কাউছার মিয়ার মোবাইল রিচার্জের দোকানে মোবাইলে টাকা রিচার্জ করতে আসে অপূর্ব। এই মোবাইল রিচার্জের তুচ্ছ ঘটনায় তাদের মধ্যে হাতাহাতি হয়।পরে এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের সুচনা হয়। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয় । আহতদের নবীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষের লোকজনদেরকে থানায় ডাকা হয়েছে।