শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ
ভান্ডারিয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম নবীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, জাতীয়পার্টি জেপির যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম প্রমূখ।
দিবসটি পালন উপলক্ষে ওই দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা অর্ধনমিত, সকাল নয়টায় শোক র্যালি, সাড়ে নয়টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ১০টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১১টায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাড়ে ১২টায় মাধ্যমিক স্কুল, মাদ্রাসা এবং কলেজ পর্যায়ে ঝুম অ্যাপের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভার্সুয়াল পদ্ধতিতে আলোচনা সভা এবং দোয়া ও বাদ জোহর উপজেলার সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে।
সরকারি কর্মসূচিতে অংশগ্রহন ছাড়াও পৃথক ভাবে জাতীয়পার্টি জেপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যদায় পালন উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা এবং দোয়া মোনাজাত করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।
এছাড়া উপজেলা পরিষদের উদ্যোগে ১৫ই আগষ্টের পূর্বের সকল শুক্রবার বাদ জুমা সকল জুমা মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামননায় বিশেষ দোয়া এবং আওয়ামী লীগের উদ্যোগে পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়।