শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জন্ম নিবে ভাণ্ডারিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য, স্বামী পলাতক বিএনপি সবসময়ই ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে -মাহমুদ হোসেন পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
মঠবাড়িয়ায় যানবাহনকে ওয়াশিং ও জীবাণুমুক্ত করনে জলকেলির শুভ উদ্বোধন

মঠবাড়িয়ায় যানবাহনকে ওয়াশিং ও জীবাণুমুক্ত করনে জলকেলির শুভ উদ্বোধন

মোঃ রুম্মান হাওলাদার, পিরোজপুর (মঠবাড়িয়া) প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন ধরনের যানবাহনকে ওয়াশিং ও জীবাণুমুক্ত করতে “জলকেলি ওয়াশিং স্টেশন” নামে একটি প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ হয়।

প্রতিষ্ঠানটি মূলত নির্দিষ্ট সার্ভিসিং চার্জ এর মাধ্যমে শহরের চলাচলরত মোটরবাইক, প্রাইভেটকার,মাইক্রোবাস,অ্যাম্বুলেন্স সহ সকল প্রকার স্বল্প ও ভারী যানবাহনকে ওয়াশিং ও স্যানিটাইজিং করে জীবাণুমুক্ত করা। পাশাপাশি ব্যক্তিগত ও পাবলিক গাড়ির সমূহের সাজসজ্জার বিভিন্ন উপাদান,সার্ভিসিং সহ সুলভ মূল্যে মোটরবাইক ও গাড়ির ব্যাটারি,লুব্রিকেন্ট,মবিল, ব্রেক অয়েল, গিয়ার অয়েল পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার ৬ আগস্ট সকাল ১০ টায় উপজেলার সবুজ নগর এলাকার ডাকবাংলো রোডে প্রতিষ্ঠানটির নিজ কার্যালয় ফিতা কাটার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মঠবাড়িয়া গ্যারেজ এসোসিয়েশনের নেতৃবৃন্দ,ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় সাংবাদিক সমিতির সভাপতি মোঃ ইসমাইল হাওলাদার তিনি তার বক্তব্যে বলেন, “আমার নিজস্ব কোন গাড়ি নেই। তারপরও আমি মনে করি গাড়ির ওয়াশিং ও জীবানুমুক্ত করণের জন্য এধরনের একটি প্রতিষ্ঠানের অতীব জরুরী। হালাল ব্যবসা ও সার্ভিসিং এর মাধ্যমে জলকেলি তার অবস্থান তৈরি করে নিবে। আমি এ প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করি।” সাংবাদিক সমিতির সেক্রেটারী শাকিল আহমেদ বলেন, “জনকেলি প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত মেধাবী ও কর্মঠ প্রজ্ঞাবান তরুণদের এই উদ্যোগকে স্বাগতম জানাই। তারা তাদের শ্রম ও ভালো মানের সেবা দিয়ে এ প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাবে এ আমার দৃঢ় বিশ্বাস। কারণ ভালো মানের সেবা ও ভালো আচরণ কাস্টমার দেরকে অনেক আকৃষ্ট করে।” মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুম্মান হাওলাদার বলেন, “এ ধরনের একটি প্রতিষ্ঠান আমাদের খুব দরকার ছিল। কারণ মঠবাড়িয়ায় যত দিন যাচ্ছে যানবাহনের পরিমাণ দিনে দিনে বেড়েই চলছে। ফলে যানবাহনের যেকোনো সময় সার্ভিসিং, ওয়াশিং ও জীবাণুমুক্তকরণ অতীব জরুরী হতে পারে। জলকেলি নামটি অত্যন্ত শ্রুতিমধুর। আশা করি জলকেলি তার নামের সুবিচার করবে।” মঠবাড়িয়া গ্যারেজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মোঃ খোকন শেখ বলেন, “তাদের কার ওয়াশিং এ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে আমি সাধুবাদ জানাই । আমার পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা লাগে আমাকে বলবেন ইনশাল্লাহ আপনাদের ভাল উদ্যোগের সাথে আমি আছি সব সময়।” প্রতিষ্ঠানটি কর্ণধার উপজেলার জিন্দেগি হোটেল ব্যবসায়ী এর মালিক জালাল আহমেদের ছেলে আরিফ শাহীন বলেন, “আপনার বাহক আমাদের কাছে সন্তানতুল্য। সন্তানের যেমন সুষ্ঠু পরিচর্যার প্রয়োজন, তেমনি আপনার গাড়িরও প্রয়োজন নিবিড় পরিচর্যা। আপনার গাড়িকে পরিচ্ছন্ন পরিষ্কার ও জীবাণুমুক্ত করার লক্ষ্যে আমাদের এ আয়োজন। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। এ ব্যাপারে মঠবাড়িয়ার মেধাবী ও কৃতি সন্তান ও প্রতিষ্ঠানটির কর্ণধরের বন্ধু সাব্বির মোঃ খালিদ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, “করোনাকালীন এ সময়ে আমাদের নিজেদের শারীরিক জীবানুমুক্ত করণের সাথে আমাদের যানবাহন, যেটায় আমরা চলাচল করি সেটাও জীবাণুমুক্তকরণ বিষয়টি অতীব জরুরি। সে দিক বিবেচনায় তিনি এরকম একটি উদ্যোগকে সাধুবাদ জানান।” এসময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মধু, ভোরের দর্পণ পত্রিকার মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক রেজাউল ইসলাম সহ প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana