শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
জুলফিকার আমিন সোহেল বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় বহুরূপী প্রতারক স্বামী ফারুক খান (৩১) ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন সদ্য বিবাহিতা স্ত্রী সাথী আক্তার (১৯)।
ফারুক খান উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের হাফিজ খানের ছেলে।
মামলা ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ ইসলামিক শরিয়াহ মোতাবেক উপজেলার পাঠাকাটা গ্রামের নাছির হাওরাদারের মেয়ে সাথী আক্তারের বিয়ে হয় ফারুক খানের সাথে। গায়ে হলুদের দাগ না উঠতেই সাথীকে অজ্ঞাত কারনে তাড়ানোর ষড়যন্ত্রে লিপ্ত হয় যৌতুক লোভী স্বামী ফারুক ও তার ভাইয়েরা। বহুরূপী প্রতারক স্বামী ফারুক ৫ লক্ষ টাকা যৌতুকের দাবী করে সাথীর কাছে। সাথী আক্তার জানায় তার বাবা গরীব এতো টাকা দিতে পারবেনা। এ কারনে প্রতিনিয়ত মানষিক ও শাররীক নির্যাতন করে স্বামী ফারুক ও তার ভাষুর বাবুল এবং কামাল খান। পাষন্ড ফারুক সাথীকে যে কোন উপায়ে তাড়াবে মামা হানিফ সাথে মোবাইলে এমন যুক্তি করে। তাদের কথাকপোন ফাঁস হয়ে গেলে সাথাীকে প্রাণে মেরে ফেলারও প্রস্তুনি নেয় ফারুক ও তার পরিবারের লাকজন। সাথীকে বেদম প্রহার করা হয়। বিষয়টি জানতে পেরে সাথীর পিতা নাছির হাওরাদার মেয়েকে উদ্ধার করে চিকিৎসা করান। নাছির হাওলাদার অভিযোগ করেন, বহুরূপী প্রতারক জামাতা নিজেদের রক্ষা করার জন্য আমাদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা করে।
সরেজমিনে (ফারুক খানের এলাকায়) স্থানীয় বাসিন্দারা জানান,ওই পরিবারটির সাথে গ্রামের কারো সাথে কোন প্রকার সম্পর্ক নেই। তারা একঘরে প্রকৃতির লোক। নতুন বউয়ের সাথে অমানবিক আচরণ করেছে।
এব্যপারে ফারুক খান বিভিন্ন প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে বলেন, আমার স্ত্রী পাসপোর্ট ও ভিসা চুরি করে নিয়ে গেছে। আমাদের ফয়সালা- মিলিয়ে দিন।
মামলা তদন্তকারি কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ফারুক পলাতক রয়েছে। বাবুল ও কামাল আদালত থেকে জামিন নিয়েছে। পলাতক আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।