সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩২ পূর্বাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
মাস্ক না পড়ে বাইরে চলাফেরার দায়ে ৩ জনকে ১৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃৃহস্পতিবার দুপুরে উপজেলার চরচারতলা স্টেশন রোড এলাকায় আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজিমুল হায়দার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন । এসময় স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পড়ে বাইরে চলাফেরা করার অপরাধে ৩ জনকে মোট ১৫শ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি সাধারণ জনগণকে করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন ইউএনও। এসময় তিনি সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।.