শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর অটো চালক আয়নাল হক (৩৫), তার স্ত্রী খুকু মনি (২৫) ও তাদের ৩ বছরের একমাত্র শিশু কন্যা আশফিয়ার হত্যা মামলার গ্রেফতারকৃত আসামী রাকিব বেপারী (২০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রোববার থানা পুলিশ মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আল-ফয়সাল এর আদালতে হাজির করলে এ ট্রিপল মার্ডারে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এ সময় আদালতে মামলার তদন্ত কর্মকর্তা এস আই বশির এ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী আসামী অলি বিশ্বাস (৩৮) কে এ হত্যাকান্ডে অংশ নেয়া অপর দুই আসামীর তথ্য ও লুটের মালামাল উদ্ধারের জন্য ৭ দিনের রিমান্ড চাইলে আদলত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এ লোমহর্ষক হত্যাকান্ডের ৮ দিনের মধ্য মঠবাড়িয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে শুক্রবার দিনগত ভোর রাতে উপজেলার ধানীসাফা থেকে হত্যা কান্ডে জড়িত প্রধান আসামী অলি বিস্বাস (৩৮) ও তার সহোযেগী রাকিব বেপারী (২০)কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ঘাতক অলি উপজেলার ধানীসাফা গ্রামের মৃত্য তুজাম্বর আলীর বিশ্বাসের ছেলে ও রাকিব বেপারী একই গ্রামের কাওসার বেপারীর ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ,জ,মোঃ মাসুদুজ্জামান মিলু জানান, চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী অলি বিশ্বাস এর সহোযোগী রাকিব বেপারী রোববার আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে। রিমান্ডে থাকা অলি বিশ্বাস এর জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরও জানান, এর আগে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডে জড়িত সন্দেহে একই গ্রামের মালেক(৫৫),শামিম গাজী (২৬), রহিম (১৯), মাহাবুব (২০), সাকিল (১৯), শাহিন (১৯) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য,গত শুক্রবার (৩১জুলাই) সকালে উপজেলার ধানীসাফা গ্রামের একটি বসত ঘর থেকে হাত বাধাঁ অবস্থায় জুলন্ত অটো চালক আয়নাল তার স্ত্রী খুকু মনি ও তাদের একমাত্র কন্যা শিশু আশফিয়ার লাশ উদ্ধার করে থানা পুলিশ।
সুত্র মতবাদ