শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার,মঠবাড়িয়া প্রতিনিধি
মঠবাড়িয়া উপজেলায় আইন শৃংখলার মাসিক সভা অনুষ্ঠিত। এটি চলতি বছরের সপ্তম আইন শৃংখলা মাসিক সভা।
আজ সোমবার ১০ আগস্ট উপজেলা পরিষদের হলরুমে সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রারম্ভে সভাপতি উপস্থিত সকল সম্মানিত সদস্যকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন এবং বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান। এতে কোন সংশোধনী না থাকায় কার্যবিবরণী সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। বর্তমান সভায় বক্তারা স্কুল কলেজ বন্ধে কিশোর গ্যাং বেড়ে যাওয়া,যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে মঠবাড়িয়াকে মাত্রাতিরিক্ত শব্দদূষণ শহরে পরিণত করা,বাল্যবিবাহ, নির্ধারিত সময়ে মাসিক সভা অনুষ্ঠিত না হওয়া, করোনার প্রাদুর্ভাব রোদে সচেতনতা থাকা এসব নানান বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় মঠবাড়িয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ ওয়াহিদুজ্জামান তার বক্তব্যে বলেন, “উপজেলা আইন শৃংখলা মাসিক সভা নির্ধারিত সময় অনুষ্ঠিত হতে দেখা যায় না। অনেক সময় আমাদের এসে বসে থাকতে হয়, সভায় উপস্থিতির সংখ্যাও থাকে অত্যন্ত কম।এগুলো ঠিক করাই হবে একটি বড় শৃঙ্খলা।” উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত জানান, “করোনার চলমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বর্তমানে কিশোর গ্যাংয়ের প্রাদুর্ভাব বেড়ে থাকলে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।” উপজেলা প্রেসক্লাবের প্রচার প্রকাশনা সম্পাদক ও দৈনিক ভোরের ডাকের মঠবাড়িয়া প্রতিনিধি মোঃ রুম্মন হাওলাদার বলেন, “মঠবাড়িয়ায় কারণে-অকারণে মাইকিং,যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করে মাত্রা অতিরিক্ত শব্দ দূষণের শহরে পরিণত হয়েছে। অবৈধ এ হাইড্রোলিক হর্ন ব্যবহারের নিষেধাজ্ঞার তোয়াক্কা করছে না কেউ। আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অধিকাংশ যানবাহনে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাইড্রোলিক হর্নের ব্যবহার চলছে। সাধারণভাবে শব্দের মানমাত্রা ৪০ থেকে ৪৫ ডেসিবল। তার চেয়ে বেশি মাত্রার শব্দ মানুষের শ্রবণশক্তি লোপ, হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ সৃষ্টিসহ নানা স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করে। আর হাইড্রোলিক হর্ন ১০০ ডেসিবলের বেশি মাত্রার শব্দ সৃষ্টি করে।জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ হাইড্রোলিক হর্ন বন্ধের জন্য তিনি প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।” উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার ফেরদৌস প্রিন্স নিজ পরিবার সমাজ ও দেশের স্বার্থে করোনার বিস্তার রোধে সকলকে সচেতন হয়ে মাক্স পরিধানে আহ্বান জানান এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সাহায্য কামনা করেন। এছাড়া মঠবাড়িয়া থানার এস,আই জাহিদ হাসান ট্রিপল মার্ডার এর রহস্য উন্মোচন ও বর্তমানে আইন-শৃংখলার সার্বিক অবস্থা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার বাল্যবিবাহের ক্ষতিকারক দিক নিয়ে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান এবি এম ফারুক হাসান, মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সালাম আজাদী, গুলিশাখালী ইউনিয়নের মহিলা ইউপি সদস্য সহ প্রমুখ।