রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
মীর জিয়া,কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীতে অসহায় আশ্রয়হীন এক নারী ধর্ষণের স্বীকার হয়েছেন। ধর্ষণের সহোযোগী নেহারুন বেগমকে পুলিশ আটক করেছে।
জানা গেছে, উপজেলার বাশুরী গ্রামের নেহারুনের বাসায় আশ্রয়দেওয়া স্বরুপকাঠী করফা গ্রামের ওমর ফারুকের স্ত্রী শীলামনি (২০) কে গত সোমবার রাত ১১টার দিকে একই গ্রামের নবীর উদ্দিনের ছেলে ২ সন্তানের জনক জালাল উদ্দিনের হাতে তুলে দেন নেহারুন বেগম স্বামীর সাথে মিমাংশা করে দেবার কথা বলে। এর এক দিন পূর্বে স্বামী মৌখিক ভাবে তালাক দেয় শীলামনিকে। জালাল স্বামীর সাথে মিমাংশা করার কথা বলে নিয়ে পাশে নাসির উদ্দিনের নির্মানাধীন ভবনের একটি কক্ষে দুই ঘন্টা ব্যাপী নির্যাতন করে ধর্ষণ করে। এতে ওই নারীর যৌনাঙ্গ ফেটে রক্ত ক্ষরণ হলে এলাকাবাসী মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে কাউখালী হাসপাতলে ভর্তি করে। অবস্থা অবনতি ঘটলে আজ মঙ্গলবার তাকে পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এব্যাপারে কাউখালী থানায় একটি ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।