শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পিরোজপুর শিক্ষককে হাতুড়িপেটা, বিএনপি নেতা গ্রেপ্তার কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ভান্ডারিয়ায় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা পিরোজপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন নেছারাবাদে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লোহার পুল ও প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় ঘরের মেঝেতে পড়ে ছিল গৃহবধূর লাশ, স্বামী ও শ্বশুর আটক পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা কাউখালীতে মন্ডপগুলোতে চলছে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান নেছারাবাদে ২৬ জন শিক্ষকের বিদায় সংবর্ধনা পিরোজপুরে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ভান্ডারিয়ায় ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে জাল ফেলছে জেলেরা! মিলছে না কাঙ্খিত ইলিশ পিরোজপুর ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর কমিটি গঠন: সোহাগ সভাপতি, মিঠু সম্পাদক কাউখালীতে অপহরণের তিন মাস পর সপ্তম শ্রেণীর স্কুল ছাত্রী উদ্ধার কাউখালীতে জেলের মরদেহ উদ্ধার ইউনিয়ন বিএনপির সেক্রেটারীকে প্রাণ নাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসায় আলিম শ্রেণীর প্রথম ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ভাণ্ডারিয়ার চাঞ্চল্যকর আসমা হত্যার বিচার দাবিতে পিরোজপুরে মানববন্ধন কাউখালীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত মঠবাড়িয়ায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার
সাং’বাদিককে ফাঁ’সাতে প’তিতা দিয়ে জো’রপূর্বক ন’গ্ন ভিডিও ধারণ করেন ওসি প্রদীপ কুমার (ভিডিওসহ)

সাং’বাদিককে ফাঁ’সাতে প’তিতা দিয়ে জো’রপূর্বক ন’গ্ন ভিডিও ধারণ করেন ওসি প্রদীপ কুমার (ভিডিওসহ)

কক্সবাজার থেকে ফিরে এনামুল কবির সোহেল ও খায়রুল আলম রফিকঃ কক্সবাজারের সাংবাদিক ফরিদুল মোস্তফাকে ফাঁ’সাতে প’তিতা দিয়ে জো’রপূর্বক ন’গ্ন ভিডিও ধারন করিয়েছিলেন টেকনাফ থান নার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ। ওসি সাংবাদিককে ফাঁ’সাতে ৬টি মা’দক ও অ’স্ত্র মা’মলা সাজিয়ে গ্রে’ফতার করে কা’রাগারে পাঠিয়েছে। এবি’ষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ওসির করা প’তিতা দিয়ে সাংবাদিক ফরিদুল মোস্তফার ন’গ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হবে এই আ’তঙ্কে ভুগছেন তার পরিবার। এই ভিডিও ভাইরাল করে ধোঁয়াশা সৃষ্টি করা হলে সাংবাদিকের সাথে করা ওসির অ’মানবিক কর্মকান্ড মুখথুবরে পড়বে অথবা ভিন্নদিকে প্রবাহিত হতে পারে বলেও মনে করছেন সাংবাদিক পরিবার।

প্রসঙ্গত, সাংবাদিকের সুখের সংসারে ওসি প্রদীপের ভ’য়াল থাবা! শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বলা হয়, কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ও কক্সবাজারের এসপি মাসুদ হোসেনের রোষানলে স’র্বনাশ নেমে এসেছে স্থানীয় সাংবাদিক ফরিদুল মোস্তফা ও তার পরিবারে। এসপি ও ওসির যোগসাজশে টেকনাফ থানায় ৩টি মা’দক মা’মলা এবং কক্সবাজার সদর থানায় আরো ৩টি মা’দক ও অ’স্ত্র মা’মলার আ’সামি হয়েছেন সাংবাদিক ফরিদুল মোস্তফা। টেকনাফে মা’মলার পর ক্ষান্ত হয়নি পুলিশ। ফরিদুলকে পুলিশ ঢাকা থেকে বিনা ওয়ারেন্টে আ’টক করে কক্সবাজার সদর থানায় মা’মলা সাজিয়ে আ’সামি করে বলে অ’ভিযোগ তার পরিবারের সদস্যদের।

সাংবাদিক ফরিদুল মোস্তফার স্ত্রী হাসিনা মোস্তফা জানান, এসপির নির্দেশে ওসি প্রদীপের নেতৃত্বে আমার স্বামীকে বিনা দোষে আ’টক করে প্রথমে ১০ লাখ টাকা দাবি করে পুলিশ। আমার স্বামী এসপি ও ওসির বি’রুদ্ধে মা’দক সংশ্লিষ্ট, গ্রে’ফতার বাণিজ্য ও অনিয়মের সাংবাদ পত্রিকায় প্রকাশ করেন। এতেই ক্ষি’প্ত হন এসপি ও ওসি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে ফরিদুলের স্ত্রী হাসিনা মোস্তফা বলেন, স্বামীকে জা’মিনে মুক্ত করতে নিজের বাড়িঘর-জমিজমা সর্বস্ব বিক্রি করে দিয়েছি। এখন নিঃস্ব হয়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছি আমি ও আমাদের ২ ছেলে এবং এক মেয়ে। প্রধানমন্ত্রী আপনি ছাড়া আমাদের রক্ষা করার কেও নেই। আপনি বঙ্গবন্ধু কন্যা আপনিই পারবেন আমাদের রক্ষা করতে।

এলাকাবাসী, সহকর্মী সাংবাদিকদের সূত্রে জানা যায়, কক্সবাজারে ফরিদুল মোস্তফা খান একজন নিরপেক্ষ ও মেধাবী সাংবাদিক হিসাবে সুপরিচিত। কৈশর থেকেই লেখালেখিতে অভ্যস্ত। দৈনিক কক্সবাজারবাণী ও জনতারবাণী ডটকম তার প্রকাশিত পত্রিকা। আজ তিনি ১১ মাস ধরে বিনা দোষে কারাজীবন ভোগ করছেন। কক্সবাজারের এসপি ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের রোষানলে পরে ৬টি মি’থ্যা মা’মলার আ’সামি। তার জা’মিন করাতেও ব্যর্থ হয়েছেন পরিবারের লোকজন। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে ৩ ছেলে-মেয়ের পড়ালেখা। স্ত্রী, ৩ স’ন্তান ও বৃ’দ্ধ মায়ের চ’রম অভাব অনটনে দিন কাটছে।

স্ত্রী হাসিনা মোস্তফা জানালেন, তার স্বামী সত্য ও বস্তুনিষ্ট সংবাদ করতেন। এসপি ও ওসি প্রদীপের বিচার বহির্ভূত হ’ত্যাকান্ড- ঘুষ বাণিজ্য নিয়ে লিখে গেছেন। তাই তাকে পরপর ৬টি মা’মলা দেয়া হয়েছে। তার স্বামীর চোখে এবং পায়ুপথে গুড়া মরিচ ঢেলে দিয়েছে ওসি প্রদীপ। এতেও ক্ষান্ত হয়নি। বৈদ্যুতিক শর্ট দিয়ে যৌ’নশক্তি ন’ষ্ট করে দিয়েছে বলে জানা গেছে। অর্থাভাবে কা’রাগারে ঠিক মতো চিকিৎসা পাচ্ছেন না। একটু দেখা করতে অনেক ভোগান্তি পেতে হয়।

ফরিদুল মোস্তফার মেয়ে সুমাইয়া মোস্তফা খান জানিয়েছে, তাদের পরিবারের কারো বি’রুদ্ধে কোন মা’মলা নেই। তারা কখনো অ’পরাধে জড়াননি। সংবাদ প্রকাশ করার কারণেই ষ’ড়যন্ত্রের শি’কার হয়েছেন বাবা। ওসি প্রদীপের নি’র্মম নি’র্যাতনে বাবার চোখ দুটি অন্ধ হওয়ার উপক্রম, ডান হাত এবং পা ভাঙা, আঙুল থেঁতলানো।

ছোট ছেলে সাদেক মোস্তফা জানান, বাবাকে ফিরে পেতে চাই। বাবাকে ছাড়া ঘুম আসে না।

হাসিনা মোস্তফা বলেন, আমার স্বামীকে হ’য়রানি না করতে হাইকোর্টে রিট করেছিলাম। ঐ রিট আ’দালতের নির্দেশে পিবিআই ত’দন্ত করছে। আট মাস ধরে পিবিআই কার্যালয়ে ফাইল পড়ে আছে। ব্যবস্থা নেয়া হচ্ছে না। এসপি ও ওসি প্রদীপের কারণে আমাদের জীবনে নেমে এসছে অন্ধকার।

 

ভিডি ও https://www.facebook.com/111331977329082/videos/770612833699853/

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন










© All rights reserved © 2025 pirojpursomoy.com
Design By Rana