রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬ পূর্বাহ্ন
মোঃ জিয়াদুল হক,পিরোজপুর প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসকে স্মরণিয় করার লক্ষে পিরোজপুরের কাউখালী সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
আজ রবিবার (১৬ আগষ্ট) কলেজ চত্তরের সামনে গাছের চারা রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্ধোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সরকারি কাউখালী কলেজ ছাত্রলীগের সভাপতি রাজু তালুকদার,কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাওন, ছাত্রলীগ নেতা দুলাল,সুলভ দাস, জিদান, জিসান প্রমুখ।
এসময় ছাত্রলীগ নেতা মোঃ রাজু তালুকদার জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী স্মরনীয় রাখার লক্ষ্যে সরকারি কাউখালী কলেজের বিভিন্ন স্থানে ২ শতাধিক ফলজ ও বনজ চারা রোপন করা হবে।