শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
জুলফিকার আমিন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার গভীর রাতে কেন্দ্রীয় হরি মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। অজ্ঞাত দূর্বৃত্তরা মন্দিরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকা, স্বর্ণ-রৌপ্যসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে।
এতে লক্ষাধিক টাকা খোয়া গেছে বলে মন্দির কমিটির সভাপতি সমীর রঞ্জন দাবি করেন। এ ঘটনায় তিনি রোববার সকালে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করেছেন।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক ও মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
ওসি মাসুদুজ্জামান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুপ্তের সাথে তদন্ত করা হবে। শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।