সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
ব্রাহ্মনবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে অন্তত আহত হয়েছে দশজন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০আগষ্ট) সকালে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের পালবাড়ি বাজার সংলগ্ন এলাকায় (৯ নং ওয়ার্ড)।
সংশ্লিষ্ট সুত্র মতে জানা যায়, বাজারে মাছ কেনা নিয়ে তুচ্ছ ঘটনার সুত্রপাত হয়। পরে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নেয়।
বিশ্বস্ত একটি সুত্রে জানা যায়, স্থানীয় এতিমখানা গেইট থেকে মাছ কেনা নিয়ে দুই ব্যক্তির মাঝে তর্কবিতর্ক শুরু হয় এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ঐ দুই ব্যক্তির লোকজন এ নিয়েই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকাবাসী সুত্রে জানা জানা,পূর্বশত্রুতার জের ও এ সংঘর্ষে ইন্ধন যুগিয়েছে।
এলাকাবাসী আরো জানায়, উক্ত ওয়ার্ডের সাবেক মেম্বার মন মিয়া, জয়নাল, রহিম, মুখলেছ, রহিছ মিয়াগন তার প্রতিবেশী আলম মিয়া এবং নুরুজ্জামান এর মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুই গ্রুপ এর আগেও চলতি মাসের শুরুর দিকে সংঘাতে জড়ানোর প্রস্তুতিকালে পুলিশের বাধায় পন্ড হয়।
এই বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক। তবে ধারণা করা হচ্ছে, যে কোন মহুর্তে উভয়পক্ষ আবারো সংঘর্ষে জড়াতে পারে।
থানার সেকেন্ড অফিসার জসিম উদ্দিন আহতদের সাথে কথা বলেছেন এবং গুরুতর আহত নুরুজ্জামান এবং আলম মিয়াকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।
১০ জন আহত হয়েছে। ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত নুরুজ্জামান এবং আলম মিয়াকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়।