আশুগঞ্জে আধুনিক মানের হাসপাতাল গড়ার লক্ষে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার সোনারামপুরে স্থানীয় নাহার গার্ডেনে রাত ০৮টায় এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সেলিম পারভেজ।
পরামর্শ সভায় বক্তব্য রাখেন আশুগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপ্টি,বিশিষ্ট লেখক ও ফার্মাসিস্ট আহসানুল হক জুয়েল,সাদেকুল ইসলাম সাচ্চু (ভারপ্রাপ্ত সম্পাদক সাপ্তাহিক সোনালী ধারা), আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি সাংবাদিক আক্তারুজ্জামান রঞ্জন,হাজী মোঃ আলমগীর খাঁ,সংগঠক হাসান ইমরান,কাজল মিয়া,জুয়েল মিয়া,মতিন,মোঃ আমিরসহ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে রাজধানীর সাথে তুলনামূলক একটি অত্যাধুনিক আধুনিক মানের একটি বিশালাকার হাসপাতাল গড়ার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এ নিয়ে বিভিন্ন দিক আলোচনা ও পর্যালোচনা করেন।
এ সময় নাহার গার্ডেনের স্বত্বাধিকারী মোঃ কামরুজ্জামান রিপন উপস্থিত ছিলেন।