শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় ছাত্রলীগ নেতা শুভ শর্মা শীলের ডান হাতের কব্জি কেটে ফেলার
ঘটনায় থানায় দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় মঠবাড়িয়া পৌর ভবনের সামনে মামলার প্রধান আসামী সহ সকল আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজার সভাপতিত্বে এ মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুশার আহমেদ মিলন,পৌর ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আল-আমিন মল্লিক,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান নিজাম,মঠবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দার ও উপজেলার ১১ ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত মঠবাড়িয়া পৌরসভা ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় কালাচাঁদের পুত্র শুভ শর্মা শীলকে পরিকল্পিতভাবে হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে উল্লাস করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ইতোপূর্বে ১১ টি ইউনিয়নে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুভ শর্মার হাতের কব্জি কাটার ঘটনাটি স্থানীয় ও জাতীয় অনলাইন পত্রিকা সহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। ঘটনার পর বিষয়টি নিয়ে সারাদেশে নিন্দার ঝড় ওঠে। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ঘটনার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন। ঘটনার সাথে জড়িত ৪ জন ছাত্রলীগের কর্মীকে স্থায়ী বহিষ্কার করেছেন এবং মঠবাড়িয়া পৌর ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন।
মঠবাড়িয়া পৌরসভা ৩নং ওয়ার্ড একটি অপরাধ প্রবণ এলাকা ইতোপূর্বে ওই এলাকায় সাবেক নারী ভাইস চেয়ারম্যান শোভারানীকে কুপিয়ে পঙ্গু করে দেয় দুর্বৃত্তরা।
মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার জাহিদ হাসান জানান, “শুভ শর্মার কব্জি কেটে ফেলার ঘটনা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত দুই জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”