শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
জুলফিকার আমীন সোহেল ,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ার চাঞ্চল্যকর ছাত্রলীগ নেতা শুভ শীল‘র হাতের কব্জি কেঁটে বিচ্ছিন্ন করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী শাকিল আহম্মেদ সাদি (২৫) ও তানভীর মল্লিক (২২) কে গ্রেপ্তার হয়েছে।
মাঠবাড়িয়া থানা পুলিশ ঢাকা গুলশান থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার গুলশান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। সাদি উপজেলার বড়মাছুয়া গ্রামের আইয়ূব আলী খানের ছেলে ও তানভীর দক্ষিণ মিঠাখালী গ্রামের হিরু মল্লিকের ছেলে।
এ ঘটনায় বুধবার (২৬ আগস্ট) সকালে মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ছাত্রলীগ নেতার কব্জি বিছিন্ন করার পর থেকেই আসামীরা আত্মগোপনে যায়। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে গুলশান এলাকা থেকে সাদি ও তানভীরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ বুধবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। ইতোমধ্যে তারা গুরুপ্তপূর্ণ তথ্য দিয়েছে যা তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না। তিনি আরও জানান. এর আগে রাব্বি (২২) ও মৃদৃল (২১) নামে দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৮ আগস্ট মঙ্গলবার রাতে পৌর শহরের সরকারী হাসপাতাল ব্রীজ সংলগ্ন সড়কে শুভ (২০) কে একা পেয়ে বিদ্যুতের খুটির সাথে ঠেকিয়ে ডান হাতের কব্জি কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়। আহত শুভকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তাকে আশংকাজনক অবস্থায় দ্রæত বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।