শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতা ও তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কে. এম. লতীফ সুপার মার্কেটস্থ জনসেবা মেডিকেল হলের নামে মৌখিক ও লিখিত ভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখার নামে কথিত একটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত চিঠি সকল ফার্মেসীতে প্রেরণ করে এ অপপ্রচার চালানো হয় বলে জানা গেছে।
জানা গেছে, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখা, মঠবাড়িয়া, পিরোজপুর ২ টি চিঠি ইস্যু করেন। ১ টি চিঠিতে প্রাপক ফারিয়া, মঠবাড়িয়া শাখা, পিরোজপুর, বিষয়- জনাসেবা মেডিকেল হলের মালিক মোঃ নাছির উদ্দিনের সাথে সকল প্রকার অর্ডার কাটা ও মালামাল সরবরাহ না করা প্রসঙ্গে। আরেকটি চিঠিতে প্রাপক- কেমিষ্টবৃন্দ মঠবাড়িয়া উপজেলা শাখা, পিরোজপুর, বিষয়- জনসেবা মেডিকেল হলের মালিক মোঃ নাছির উদ্দিনের সাথে সকল প্রকার ব্যবসায়িক জনিত লেনদেন ও ক্রয় বিক্রয় না করা প্রসঙ্গে। চিঠির বোডিতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়াকে প্রাপক উল্লেখ করে লেখা হয় আপনাদের সকল ঔষধ ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, জনসেবা মেডিকেল হল মোঃ নাছির উদ্দিন, কে. এ. লতীফ মেডিসিন মার্কেট মঠবাড়িয়া এর সাথে সকল প্রকার ব্যবসা, অর্ডার কাটা ও মালামাল সরবরাহ না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। আরেকটি চিঠির বোডিতে প্রাপক কেমিষ্টবৃন্দ লিখে উল্লেখ করা হয়, আপনাদের সকল ঔষধ ব্যবসায়ীকে অবগতির জন্য জানানো যাইতেছে যে, জনসেবা মেডিকেল হল মোঃ নছির উদ্দিন, কে. এ. লতীফ মেডিসিন মার্কেট মঠবাড়িয়া এর সাথে সকল প্রকার ব্যবসা ও ক্রয় বিক্রয় না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এ ব্যাপারে ভুক্তভোগী জনসেবা মেডিকেল হলের প্রোপাইটর নাছির উদ্দিন জানান, ইতোপূর্বে আমি একাধিকবার হয়রানির শিকার হয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়া, মঠবাড়িয়া উপজেলা শাখার সম্পাদক রেজা উদ্দিন জানান, আমরা কেমিষ্ট সমিতির সাথে সমন্বয় করে কাজ করি। তবে সকল ব্যাপারে তাদের নিকট দায়বদ্ধ নই। এ ধরনের একটি চিঠি পেয়েছি। তবে বিষয়টি নিয়ে আমরা কোন সিদ্ধান্ত নেইনি।
বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির, মঠবাড়িয়া পৌর শাখার সভাপতি এনায়েত হোসেন (মঞ্জু) জানান, হাবিব নামে এক মাদ্রাসা শিক্ষকের কাছে জনসেবা মেডিকেল হলের টাকা পাওনা সংক্রান্ত একটি বিরোধের জের ধরে এ চিঠি ইস্যু করা হয়েছে।
বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মোঃ আফজাল হোসেন জমাদ্দার চিঠি ইস্যু করার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে জনসেবা মেডিকেল হলের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ তিনি বলতে পারেন নাই। এ ছাড়া সভাপতি ও সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত ওই চিঠিতে সুনিদৃষ্ট কোন অভিযোগ বা চিঠি ইস্যুর কারণ উল্লেখ নেই বলে নিশ্চিত হওয়া গেছে।