শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুর উপজেলার মুকুল হত্যা মামলার প্রধান অাসামী মনির হোসেন( ৩৩) কে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
রোববার (৩০ অাগষ্ট) রাতে মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) এ জেড এম মাসুদুজ্জামান মিলুর নেতৃত্বে এস অাই জাফর ও সংগীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিওিতে উপজেলার দাউদখালী ইউনিয়নের গিলাবাদ গ্রামের দূর সম্পর্কের এক আত্মীয় বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হওয়া মনির হোসেন কাশিমপুর উপজেলার দক্ষিণ জরুম গ্রামের ছবুর মিয়ার ছেলে।
মঠবাড়িয়া পুলিশ এর হাতে গ্রেপ্তার মনির হোসেন কে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা কাশিমপুর থানার এস অাই সাইফুর রহমান এর কাছে সোমবার দুপুরে হস্তান্তর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাশিমপুর থানার এস অাই সাইফুর রহমান মুঠোফোনে জানান, গত ২৬ অাগষ্ট একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে মুকুল মিয়া (২৫) কে মনির পরিকল্পিতভাবে কাশিমপুর উপজেলার দক্ষিণ জরুম গ্রামের সোহেল খানের ঘরে নিয়ে শ্বাসরোধে হত্যা করে ঘরের অাড়ার সাথে চাদর পেচিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। এ বিষয়ে কাশিমপুর থানায় মনির হোসেন কে প্রধান অাসামী করে একটি হত্যা মামল রুজু করা হয়।