শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় রাতের আঁধারে মাছের ঘেরে বিষ প্রয়োগ করার অভিযোগ পাওয়া গেছে।
উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড উত্তর মিঠাখালী গ্রামের মৃত. শাহজাহান আকনের ছেলে কামরুল আকনের ঘেরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। কামরুল আকন উপজেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির এমপির প্রতিনিধি ও স্থানীয় আওয়ামীলীগ নেতা। সরেজমিনে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে কামরুল আকনের ওই ঘেরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। সকালে মাছের খাবার দিতে গেলে মাছগুলো ভাসতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয়রা ঘেরের পাশে ভীড় জমান এবং মারা যাওয়া মাছগুলো দেখে দুঃখ প্রকাশ করেন। গত বছর প্রায় ৫০ শতাংশ জমিতে মাছ চাষের জন্য ঘের তৈরি করেন তিনি। ওই ঘেরে মাছ অবমুক্ত করার ৮ মাস পর দুর্বৃত্তদের বিষ প্রয়োগে হতাশ ওই ভুক্তভোগী পরিবারটিসহ এলাকাবাসী। আশে পাশের ঘের মালিকরা আতংকিত হয়ে রাতের আঁধারে পাহাড়া বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ ঘটনায় কিছু কিছু উদ্যোক্তা মাছ চাষে অনিহা প্রকাশ করেছেন। ভুক্তভোগী কামরুল আকন জানান, কেউ হয়তো পূর্বপরিকল্পিতভাবে শত্রæতা মেটাতে এ ঘটনা ঘটিয়েছে। সকালে মাছ ভাসতে দেখে ও পুকুর পাড়ে বিষের বোতল দেখে বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত হই। প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকার মাছ মারা গেছে বলে দাবী করেন তিনি। স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে সকালেই ওই ঘেরে ছুটে যাই। কইমাছ ও কার্প জাতীয় মাছ সহ বিভিন্ন প্রজাতির লক্ষাধিক টাকার মাছ মারা যাওয়ার দৃশ্য দেখে বিষ্মিত হয়েছি। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হক জানান, দুর্বৃত্তরা সনাক্ত হলে ভুক্তভোগী আইনের আশ্রয় নিতে পারেন। মাছ চাষ করতে যেয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় পুন:রায় মাছ চাষ করার জন্য আমরা প্রয়োজনীয় সহযোগিতা করব। তবে ওই পুকুরের পানি সম্পূর্ণ অপসারণ করতে হবে। মারা যাওয়া মাছ রান্না করে খাওয়া বা বিক্রি করা যাবে না।