শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
জুলফিকার আমিন সোহেল,বিশেষ প্রতিনিধি
তুচ্ছ ঘটনার জের ধরে তানজিলা আক্তার (২৮) নামে এক পুত্রবধুর উপর অমানুষিক নির্যাতন চালায় শ্বশুর-শাশুরী। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে থানা পুলিশ গতকাল শনিবার রাতে শাশুরী মোসাঃ আলেয়া বেগমকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মানিকখালী গ্রামে।
এঘটনায় নির্যাতিত তানজিলার বাবা ছিদ্দিক মীর বাদী হয়ে শনিবার রাতে শ্বশুর-শাশুরীসহ তিনজনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানাগেছে, ১০ বছর পূর্বে উপজেলার মানিকখালী গ্রামের ধলু মুন্সীর ছেলে নাছিরের সাথে তানজিলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর ধলু মুন্সী ও শাশুরী আলেয়া পুত্রবধু তানজিলাকে যৌতুকসহ বিভিন্ন ভাবে মানসিক নির্যাতন করে আসছিল। গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনার জের ধরে শ্বশুর ধলু মুন্সী ও শাশুরী আলেয়া পুত্রবধু তানজিলাকে বাড়ির উঠানে বসে এলোপাথারি কিল, ঘুষি ও লাথি মেরে মাটিতে লুটিয়ে ফেলে। পরে এ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
এব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাসুদ্দুজামান বলেন, এ নির্যাতনের ঘটনায় জড়িত শাশুরীকে গ্রেফতার পূর্বক আজ রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
ভিডিও লিংক………
পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গৃহবধূ তানজিলা বেগমকে শশুর দলু মুন্সির অমানবিক নির্যাতন.
Gepostet von Badol bapary am Samstag, 5. September 2020