শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আড়াই বছরের শিশু তাইজুলের সামনে তার মা তানজিলার ওপর দাদা-দাদী মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করে।এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।ভিডিও ………………
মায়ের ওপর দাদা-দাদীর পৈশাচিক নির্যাতন অবুঝ শিশুর ছটফটানি কান্না ……………………………………………………………… মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া প্রতিনিধি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আড়াই বছরের শিশু তাইজুলের সামনে তার মা তানজিলার ওপর দাদা-দাদী মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মানিকখালী গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় অবুঝ শিশু তাইজুলের দাদা দলু মুন্সি প্রথমে তার মা তানজিলার মাথার চুল ধরে হায়েনার মতো শূন্যে তুলে আছাড় মারে। দাদি আলেয়া বেগম লাথি কিল-ঘুসি ও এক পর্যায়ে বুকের উপরে উঠে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। মায়ের উপর এমন পৈশাচিক নির্যাতন যেন ছোট মনে আর সইতে পারছিল না। অসহায়ের মতো মাকে একটু বাঁচানোর জন্য দিক বেদিক হয়ে ছোটাছুটি করতে দেখা যায়। শিশু তাইজুলের দিকবেদিক হয়ে ছোটাছুটি ও ছটফটানি আহাজারি কান্নাও তার মাকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে পারেনি। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়। অবুঝ শিশু তাইজুলের বাবা সৌদি প্রবাসী নাসির মুন্সী তার স্ত্রীর ওপর নির্যাতনের ভিডিও দেখে অভিযুক্ত মা-বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বললে শিশুটির নানা সিদ্দিক মীর বাদী হয়ে ৫ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। জানা যায় নিযার্তনের স্বীকার তানজিলা বাবার বাড়ি থেকে ও স্থানীয় লোকদের নিকট থেকে ঋণ নিয়ে তাইজুলের বাবাকে বিদেশ পাঠান। বিদেশে যাওয়ার আগে তাইজুলের বাবা নাসির মুন্সি তার স্ত্রী তানজিলার নামে ব্যাংক একাউন্ট খুলে যান।এতে শিশুটির দাদা-দাদী বিষয়টি সন্দেহের চোখে দেখতে থাকেন। এ নিয়ে শিশু তাইজুলের দাদা দাদী প্রায়ই তার মা (তানজিলা)কে মারধর করত ও জীবনে মেরে ফেলার হুমকি দিত। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান মিলু জানান, পৈশাচিক এ ঘটনায় শিশু তাইজুলের দাদা দলু মুন্সীসহ ৪ জনকে আসামী করে মামলা হয়েছে। দাদী আলেয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
Gepostet von Badol bapary am Sonntag, 6. September 2020
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের মানিকখালী গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় অবুঝ শিশু তাইজুলের দাদা দলু মুন্সি প্রথমে তার মা তানজিলার মাথার চুল ধরে হায়েনার মতো শূন্যে তুলে আছাড় মারে। দাদি আলেয়া বেগম লাথি কিল-ঘুসি ও এক পর্যায়ে বুকের উপরে উঠে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। মায়ের উপর এমন পৈশাচিক নির্যাতন যেন ছোট মনে আর সইতে পারছিল না। অসহায়ের মতো মাকে একটু বাঁচানোর জন্য দিক বেদিক হয়ে ছোটাছুটি করতে দেখা যায়। শিশু তাইজুলের দিকবেদিক হয়ে ছোটাছুটি ও ছটফটানি আহাজারি কান্নাও তার মাকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে পারেনি। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়। অবুঝ শিশু তাইজুলের বাবা সৌদি প্রবাসী নাসির মুন্সী তার স্ত্রীর ওপর নির্যাতনের ভিডিও দেখে অভিযুক্ত মা-বাবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বললে শিশুটির নানা সিদ্দিক মীর বাদী হয়ে ৫ সেপ্টেম্বর মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। জানা যায় নিযার্তনের স্বীকার তানজিলা বাবার বাড়ি থেকে ও স্থানীয় লোকদের নিকট থেকে ঋণ নিয়ে তাইজুলের বাবাকে বিদেশ পাঠান। বিদেশে যাওয়ার আগে তাইজুলের বাবা নাসির মুন্সি তার স্ত্রী তানজিলার নামে ব্যাংক একাউন্ট খুলে যান।এতে শিশুটির দাদা-দাদী বিষয়টি সন্দেহের চোখে দেখতে থাকেন। এ নিয়ে শিশু তাইজুলের দাদা দাদী প্রায়ই তার মা (তানজিলা)কে মারধর করত ও জীবনে মেরে ফেলার হুমকি দিত। এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান মিলু জানান, পৈশাচিক এ ঘটনায় শিশু তাইজুলের দাদা দলু মুন্সীসহ ৪ জনকে আসামী করে মামলা হয়েছে। দাদী আলেয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”
ভিডিও ………………