শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন
জুলফিকার আমিন সোহেল,বিশেষ প্রতিনিধি
‘স্বাক্ষরতা অর্জন করি- ডিজিটাল বিশ^ গড়ি’ এ শ্লোগানে মঠবাড়িয়ায় আন্তর্জাতিক স¦াক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইউনুচ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, উপজেলা প্রানী সম্পাদ কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির আহম্মেদ প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক উপস্থিত বিভিন্ন দপ্তর প্রধান ও গণ মাধ্যম কর্মীদের উদ্দেশ্য করে বলেন, সরকার নিরক্ষরতা রোধে বিভিন্ন বে-সরকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দিয়েছে। আপনাদের বাড়ীর কাছে কোন নিরক্ষর ব্যাক্তি থাকলে তাদেরকে ওই সকল প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহনের জন্য উদ্ধুত করার আহবান জানান।