শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
জুলফিকার আমিন সোহেল,বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যান ঐক্য পরিষদ‘র উদ্যোগে ক্যান্সার আক্রান্ত অসহায় হারুন মোক্তার কে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটিতে ক্যান্সার অক্রান্ত হারুন মোক্তার এর চিকিৎসার জন্য তার ছেলে মেহেদী হাসানের হাতে নগদ ১৫ হাজার টাকা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলু। ক্যান্সার অক্রান্ত হারুন মোক্তার উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন মিঠাখালী গ্রামের মৃত্যু. আহম্মেদ মোক্তারের ছেলে। সে মঠবাড়িয়া কাচাঁ বাজারের সবজী বিক্রেতা।
এ অর্থ সহায়তা অনুষ্ঠানে মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাৎ হোসেন খান বাবুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কাউনন্সিলর ও মানব কল্যান ঐক্য পরিষদ এর উপদেষ্টা মো. হেমায়েত উদ্দিন, সভাপতি নুরুল আমীন রাসেল, সাংবাদিক আবুল কালাম আজাদ।