সোমবার, ২৭ Jun ২০২২, ১১:১৫ পূর্বাহ্ন
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেছেন
খাগড়াছড়ির দীঘিনালায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় মো. নাজমুল হাসান (২৩) নামে এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দীঘিনালা থানায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। দীঘিনালা থানার আওতাধীন অটল টিলা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিল নাজমুল। তার বাড়ি কুমিল্লার গোপালনগরে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে পুলিশ ক্যাম্পের পাশের জঙ্গলে নিয়ে গিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে নাজমুল, স্থানীয়দের এমন অভিযোগ তোলেন স্থানীয়রা। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম দেব জানান, মামলা নেওয়ার পর অভিযুক্ত নাজমুল হাসানের বিরুদ্ধে বাহিনীর নিয়মানুযায়ী ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সুত্র dhaka tribune বাংলা