বুধবার, ২৯ Jun ২০২২, ০১:২১ অপরাহ্ন
জুলফিকার আমিন সোহেল বিশেষ প্রতিনিধি
জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় নার্গিস বেগম (৩৫) নামে এক প্রবাসির স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
এসময় তার বসত ঘরে ব্যাপক তান্ডব চালিয়ে লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার ভোর ৫ টার দিয়ে উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে। তিন সন্তানের জননী নার্গিস বেগম ওই গ্রামের সৌদি প্রবাসি আবু জাফর হাওলাদারের স্ত্রী।
আহত নার্গিস বেগমের দেবর সাহাবুদ্দিন জানান, প্রতিবেশী মৃত. ইউনুচ হাওলাদারের ছেলে নূরুল ইসলামের সাথে তাদের জমি সংক্রান্ত দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে। গত শুক্রবার নূরুল ইসলামগং আমার বসত ঘরে প্রবেশের রাস্তা অবরুদ্ধ করে সুপারী গাছের চাড়া রোপন করে। এ বিষয় আমি মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ সরেজমিনে এসে স্থানীয় ভাবে মিমাংসা করার জন্য আজ (১৯ সেপ্টম্বর) বিকেলে শালিসির দিন ধার্য্য করে। এতে নূরুল ইসলাম আরও ক্ষিপ্ত হয়ে ২০/২৫ জনের একটি সন্ত্রসী দল শনিবার ভোরে প্রথমে আমার বড় ভাইয়ের বসত ঘরে ভাংচুর করে কয়েক লক্ষ টাকার মালামাল লুট করে নেয়। আমার ভাবী বাঁধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে এবং মূহুর্তের মধ্যে বাড়িতে প্রবেশের রাস্তা কেঁটে ও ঢালাই পিলার পুতে বেড়া দিয়ে পথ অবরুদ্ধ করে দেয়। এসময় বসত ঘরে কেরসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে ও ছোট শিশুটিকে হত্যা করতে চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে। পরে স্থানীয়রা ভাবীকে (নারগিস বেগম) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।
এব্যপারে মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, অপ্রতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থালে পুলিশ মোতায়ন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।