রবিবার, ২৬ Jun ২০২২, ১১:৫৩ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পেয়াজের দাম অতিরিক্ত রাখার দায়ে ৪ ব্যবসায়ী কে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত কিছু অসাধু ,মুনাফা লোভী ,বিনা কারণে বাজারকে অস্থিতিশীল করে পণ্যের দাম বাড়িয়ে ভোক্তা অধিকার খর্বের কারনে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় উপজেলার চম্পকনগর বাজার,চান্দুরা আমতলী বাজার সহ বিভিন্ন স্থানে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি নির্দেশ অমান্য করে পেয়াজের অতিরিক্ত দাম রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ভংগ করার দায়ে ০৪ মোদি মাল ব্যবসায়ী কে ৮০০০/- টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর দুপুর ১১.৩০ টা হতে উপজেলার বিভিন্ন বাজারে এসব অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার(ভূমি), ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহবুবুর রহমান।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহবুবুর রহমান জানান, দোকানদারগণকে পেয়াজের কৃত্রিম সংকট সৃষ্টি না করা সম্পর্কে ও জনসাধারণকে গুজবে প্রতারিত না হতে সচেতন করা হয়। তিনি আরো বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।