রবিবার, ২৬ Jun ২০২২, ১০:৪০ অপরাহ্ন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা\ পিরোজপুরের কাউখালীতে করোনায় ক্ষতিগ্রস্থ কর্মহীন ব্যক্তিদের মাঝে সোমবার সকালে ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে করেনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাউল, ১ কেজি তৈল, ডাল ও লবন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতৃবৃন্দ এবং কাউখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ তারিকুল ইসলাম পান্নু। এ সময় মৃদুল আহম্মেদ সুমন বলেন, করোনায় মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী উপজেলার বিভিন্ন পর্যায়ে হত দরিদ্র কর্মহীন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করি এ কার্যক্রম চলমান থাকবে।