শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভান্ডারিয়ায় ২৫ ও ২৬ এপ্রিল স্পেশালাইজড মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে ভান্ডারিয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার উদ্বোধন ঝালকাঠিতে ট্রাক চাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ ঝালকাঠিতে ট্রাক-কার-অটোর সংঘর্ষ, নিহত ১২ বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু ভান্ডারিয়া পৌরসভা পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ক মতবিনিময় সভা নির্বাচনি এলাকার খাজনা মওকুফের ঘোষণা দিলেন মহিউদ্দিন মহারাজ কাউখালীতে কীটনাশক পান করে কৃষকের আত্মহত্যা কাউখালীতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে থাকা একটি পরিবারের ৪ জন সদস্য ভান্ডারিয়ায় পাসপোর্ট নিয়ে ফেরা হলো না ঘরে, সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু বুয়েট নিয়ে সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা শাফায়েত হোসেন অভির কিছু কথোপকথন বীর মুক্তিযোদ্ধারা হলেন জাতীর শ্রেষ্ঠ সন্তান -মহিউদ্দিন মহারাজ এমপি কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন কাউখালীতে মৎস্য সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন ভান্ডারিয়ায় বিহারী লালমিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউটদের দীক্ষা অনুষ্ঠান ভান্ডারিয়ায় পিকআপে করে গরু চুরির সময় ৩ চোর আটক কাউখালী উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে জনবল সংকট থাকার কারণে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে পিরোজপুরে স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত স্বামী ১৪ বছর পর গ্রেপ্তার পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় আবারো ৩ জন নিহত পিরোজপুরের এক জেলের জালে ধরা পড়ল ২০ লাখ টাকার লাক্ষা মাছ
নাজিরপুরে প্রতারক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আদালতে মামলা দায়ের

নাজিরপুরে প্রতারক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর আদালতে মামলা দায়ের

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নাজিরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিষ্ট কবিতা রানী গাইন (৪০) কর্তৃক প্রতারক স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের। স্ত্রী কবিতা রানী গাইন এ প্রতিনিধিকে জানান ২০০৬ সালে প্রতারক দ্বিতীয় স্বামী মাষ্টার প্রদীপ কুমার তার পূর্বের স্বামী প্রায়ত নির্মল হালদাররের সাথে বন্ধুত্বের সূত্র ধরে বাসায় জান একমাত্র সন্তান নয়নকে পড়ানোর জন্য। তখন ঐ মাষ্টার উপজেলার নাওটানা সঃ প্রাঃ বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসাবে চাকরি করেন । এ সময় কবিতা রানী গাইন নাজিরপুর হাসপাাতালে চাকুরি করেন এবং তার পূর্বের স্বামী নাজিরপুর প্রানী সম্পদ হাসপাতালে চাকুরি করেন এবং গ্রামের বাড়ী গিলাতলায় থাকেন। ঐ মাষ্টার বাড়িতে আসা যাওয়ার সুযোগে পূর্বের স্বামী বাড়িতে নিয়মিত না থাকার কারনে মাষ্টার শিক্ষার্থীর মাকে বিভিন্ন সময় বিভিন্ন অযুহাতে অর্থের লেনদেন করেন যাহা পূর্বের স্বামীর আগচোরে থাকে। এক পর্যায় উভয়ের মধ্যে শারীরিক অবৈধ সম্পর্কের ঘটনা ঘটে ৫মে ২০০৮ সালে প্রেমিক মাষ্টার পূর্বের স্বামীকে নোটারি পাবলিকের মাধ্যমে তালাক প্রদান করেন এবং ২৪ডিসেম্বর ২০০৮ সালে স্থানীয় পুরোহীত কর্তৃক হিন্দু সনাতন ধর্মীয় মতে বিবাহে আবদ্ধ হলে পরবর্তী বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে বিবাহ সম্পন্ন করেন। পরে প্রেমিকার পূর্বের স্বামীর খরিদ করে দেওয়া বাড়ীর জায়গা প্রতারক স্বামী নিজ নামে দলিল রেজি: করে নিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করেন । অভিযোগে আরো উল্লেখ করেন ঐ জায়াগায় বাড়ীর ইমারত করায় প্রেমিকার কাছ থেকে সোনালী ব্যাংকও তার নিজ চাকুরির জিবি ফান্ড দিয়েও লোন উত্তোলন করে নেয় প্রতারক স্বামী। উক্ত টাকা দিতে না পারলে নোটারি পাবলিকের এফিডেভিটে ঐ বাড়ি প্রেমিকার হবে বলে ঘোষনা করেন। পূর্বের স্বামীর মৃত্যুর পরে প্রতারক স্বামী প্রেমিকার দেওয়া সকল অর্থ ও সম্পত্তি হজম করার উদ্দেশ্যে বিনা অনুমতিতে গোপনে পুনরায় দ্বিতীয় বিবাহ করেন বর্তমানে প্রতারক স্বামী হোগলা বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ২নং মালিখালী ইউনিয়ন চেয়াম্যান এর গ্রাম্য আদালতে মামলা দায়ের করলে সংশ্লিষ্ট চেয়ারম্যান উচ্চ আদালতে মামলা দায়ের করার জন্য পরামর্শ প্রদান করেন । মহামরী কোভিট-১৯ এর কারনে উচ্চ আদালত বন্ধ থাকায় প্রেমিকা গত ৬ সেপ্টেম্বর ২০ তারিখ বিজ্ঞ কৌশলী এ্যাড. আকরামআলী মোল্লার মাধ্যমে পিরোজপুর সিনিয়র চীফ জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি সু² তদন্তের জন্য বিপিআই পুলিশের উপর অর্পন করেন বলে জানায়। প্রেমিকা কবিতা রানী এখন তার সহয় সম্বল হারিয়ে দিশেহারা এবং প্রতারক স্বামীর বিচারের অপেক্ষায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019 pirojpursomoy.com
Design By Rana