শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধিঃ গত সোমবার বিকাল সাড়ে ৫টা পিরোজপুর জেলার ভান্ডারিয়াস্থ ‘‘সাহিত্য ও সংস্কৃতি উন্নয়র পরিষদ’’এর সভাপতি মোঃ শাহীন মুন্সীর সভাপতিত্বে সংস্থার সভাকক্ষে আদর্শ সমাজ গঠনে সাহিত্য-সংস্কৃতি’র প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংস্থার সদস্য ও সমাজ কর্মী মোঃ মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ আবু বকর ছিদ্দিক ও সভার সভাপতি মোঃ শাহীন মুন্সী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন সম্প্রতি আমাদের সমাজে সামাজিক অবক্ষয় ক্রমশ বেড়ে চলছে। গত ৩১ জুলাই রাতে বক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় এপিবিএন চেক পোস্টে কতিপয় পুলিশ কর্মকর্তার সংঘবদ্ধ দল অবসর প্রাপ্ত সামরিক কর্মকর্তা মেজর সিনহা মোঃ রাশেদ খানকে গুলি করে হত্যা করে। গত ২ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ৩.৩০ মিনিটের দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসবভনে কতিপয় দুবৃর্ত্তরা প্রবেশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর আলী শেখকে (৭০) হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে। এতে গুরুতর জখম হয় ইউ.এন.ও ওয়াহিদা খানম। এছাড়াও আজ অনিয়ম, দুর্নীতি সহ বিবিধ অপরাধ জনক ঘটনা সমাজের সর্বত্র কমবেশী রয়েছে যা বলার প্রয়োজনীয়তার অপেক্ষা রাখেনা। এ সামাজিক অবক্ষয় রোধে আদর্শ সমাজ গঠনের জন্য সর্বত্র মনোবিজ্ঞান ভিত্তিক সাহিত্য-সংস্কৃতি’র চর্চার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি। আজ সরকার, সর্বস্তরের বুদ্ধিজীবী, সমাজসেবী, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধ হওয়া অপরিহার্য হয়ে পড়েছে। দুঃখের বিষয় অবসর প্রাপ্ত মেজরসিনহা হত্যাই প্রমান করে দেশ স্বাধীনতার ৪৮ বছর ৯ মাস পরেও আমরা সার্বজনীন ব্যক্তি স্বাধীনতা অর্জন করতে পারিনি। পড়ে আলোচনা সভা শেষে সন্ধা ৭ টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।