শনিবার, ১৪ Jun ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আশুগঞ্জ বাজারের প্রধান সড়কের পুন:নির্মানকাজ শুরু হয়েছে।
শনিবার দুপুরে এক কোটি বিশ লক্ষ টাকা ব্যায়ে এ সড়কের পুন:নির্মান কাজের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ মুন্সি। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন,আশুগঞ্জ শহর শিল্প ও বনিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি,আশুগঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রফেসর মিজানুর রহমান,্আশুগঞ্জ চাতাল মালিক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মাহবুবুবর রহমান,আওয়ামীলীগ নেতা জাকির হোসেন বাদল,আমজাদ হোসেন। রাস্তার পুন:নির্মানকাজ উদ্বোধন শেষে আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হানিফ মুন্সি বলেন,আশুগঞ্জ উপজেলার ব্যবসায়ী এবং সাধারণ জনগণের দীর্ঘদিনের একটি দাবী ছিল বাজারের রাস্তার টেকসই উন্নয়ন এবং পুন:নির্মানের।আমি একজন আওয়াশীলীগের কর্মী হিসাবে এ গন দাবী পুরণ করতে পেরে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।তিনি আরো বলেন,একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে এ কাজ করা সম্ভব হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহর করবে এই স্লোগান বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রতির বাস্তবায়নে আমি আওয়ামী লীগের তৃনমুল নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি।আগামী চারবছর উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আশুগঞ্জ উপজেলার কোন রাস্তাঘাট নির্মান করা বাকি থাকবে না বলে ও তিনি আশাবাদ ব্যক্ত করেন।এজন্য তিনি উপজেলার সর্বস্তরের জনগণকে তার উপর আস্থাা এবং বিশ্বাস রাখার আহবান জানান এবং তাকে সহযোগিতা করার ও আহবান জানান।