সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আজ সোমবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও নবীনগর পৌর সভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক ইয়াবের হোসেন জামিল, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. নাছির উদ্দিন, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, সাংবাদিক সঞ্জয় সাহা, আওয়ামীলীগ নেতা খাইরুল আমিন, শাহিন রেজা টিটু, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, উপজেলা সেচ্ছা সেবক লীগের আহ্বায়ক সালাউদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগে সাবেক আহববায়ক পারভেজ হোসাইন, মাহাবুব আলম, নূরে আলম সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এসময় উপস্থিত নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এড. সুজিত কুমার দেব।