শনিবার, ১৪ Jun ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
মুজিব বর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাস শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ-তালশহর সড়কের উপজেলার সদরের রেলব্রীজ সংলগ্ন এলাকায় সংস্কার কাজের মাধ্যমে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাসের কর্মসূচি শুরু করা হয়।
আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক সেলিম পারভেজ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণ মাসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, উপজেলা উপসহাকারী প্রকৌশলী আব্দুর রহিম,কমিউনিটি অর্গানাইজার মোঃ মনিরুজ্জুমান প্রমুখ।
এসময় সংস্কার কাজে কর্মরত মহিলা শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ করেন অতিথিবৃন্দ। উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে মোট ৮০জন নারী শ্রমিক মাস ব্যাপী গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষণে কাজ করার কথা রয়েছে।