শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
মোঃ রুম্মান হাওলাদার মঠবাড়িয়া প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২০ উদযাপন করা হয়েছে।
জাতীয় পর্যায়ে সচেতনতা সৃষ্টির মাধ্যমে দেশের শিল্প,কৃষি ও সেবাসহ বিভিন্নখাতে উৎপাদনশীলতা বাড়াতে এই দিবসটি পালন করা হয়। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় “জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে উৎপাদনশীলতা” আজ শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে এ দিবসটি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শ্যামল চন্দ্র দাস, উপজেলা সেটেলমেন্ট অফিসার এম এ মান্নান,থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুল হক,মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার,সমবায় কর্মকর্তা এমাদুল হক,মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাহির উদ্দিন পালাশ,সাংবাদিক সমিতির সভাপতি ইমাইল হোসেন হাওলাদার, সাংবাদিক মিজানুর রহমান মিজু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আতাউর রহমান,উপজেলা আইসিটি অফিসার মোঃ সাদ্দাম হোসেন,মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সালাম আজাদী, উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রুম্মান হাওলাদার, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ প্রমুখ।